আপনি অনেক দিন যাবত্ নোকিয়া ফোন ব্যবহার করছেন।
কিন্তু আপনি জানেন না যে এই নোকিয়া মোবাইলটি আসলে কোন দেশের তৈরি? ► আসল নাকি নকল!
যেভাবে কাজটি করবেন:-
১. প্রথমে আপনার নোকিয়া মোবাইল এ *#০৬# চেপে
IMEI
নাম্বার বের করুন।
(কাগজে অথবা প্যাড এ টুকে রাখুন)
২. এখানে ৭ম এবং ৮ম নাম্বার টি দ্বারা আপনি জানতে পারবেন মোবাইলটা কোন দেশের তৈরী।
নাম্বার দুইটা যদি ০০ হয় তাহলে বুঝবেন এই মোবাইলটা অরিজিনাল নোকিয়া সেন্টারের।
নাম্বার দুইটা যদি
১০, ৭০, ৯১ বা ০১, ০৭, ১৯
হয় তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
০২
বা ২০ হলে বুঝবেন এটা জার্মানি বা আরব আমিরাতের। ৩০ বা ০৩ হলে কোরিয়ার। ৪০
বা ০৪ হলে চায়নার। ৫০ বা ০৫ হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের। ৬০ বা ০৬ হলে
হংকং বা ম্যাক্সিকোর। ৮০ বা ০৮ হলে হাঙ্গেরি। ১৩ বা ৩১ হলে এটি
আজারবাইজানের তৈরি।
এবার
বের করে ফেলুন আপনার নোকিয়া ফোনটি কোন দেশের তৈরি! আর নতুন যারা কিনবেন
তারা কেনার সময় দেখে নিন আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা কোন দেশে তৈরি করা
হয়েছিল!
0 comments:
Post a Comment